Bhalobasa Joto Boro Lyrics ( ভালবাসা যত বড় )

Bhalobasa Joto Boro Lyrics ( ভালবাসা যত বড় )

Bhalobasa Joto Boro Lyrics ( ভালবাসা যত বড় )

 Song             Bhalobasa Joto Boro
Singer Kumar Sanu & Mitali Mukherjee
Composer Alauddin Ali
Song Writer Mohammad Rafiquzzaman

Bhalobasa Joto Boro Song Lyrics In Bangla :

ভালোবাসা যত বড়
জীবন ততো বড় নয়
তোমায় নিয়ে হাজার বছর
বাঁচতে বড় ইচ্ছে হয়
বড় দেরী করে দেখা হলো
হলো চেনাজানা,
আরো দিন গেল কেটে
মনেরই ঠিকানা ।।
হায় জন্ম থেকেই হয়নি কেন
তোমার আমার পরিচয় ।
ভালোবাসা যত বড়
জীবন ততো বড় নয়
তোমায় নিয়ে হাজার বছর
বাঁচতে বড় ইচ্ছে হয়
শুধু কিছুদিন কাছে পেয়ে
ফুরাবে না আশা,
কবে যে মরণ ঝড়ে
ভেঙে যাবে বাসা ।।
হায় সব পেয়েছি তাই কি আমার
সব হারানোর এত ভয়
ভালোবাসা যত বড়
জীবন ততো বড় নয়
তোমায় নিয়ে হাজার বছর
বাঁচতে বড় ইচ্ছে হয়।

ভালবাসা যত বড় বাংলা লিরিক্স :

Bhalobasha Joto Boro
Jibon Toto Boro Noy
TOmay Niya Hajar Bosor
Baste Boro Icche hoy
Boro Deri Kore Dekha Holo
Holo ChenaJana
Aro Din Gelo Kete
Moneroi Thikana......