Kichudin Mone Mone Lyrics ( কিছুদিন মনে মনে বাংলা লিরিক্স ) Pousali Banerjee

| Singer | Pousali Banerjee |
| Composer | Traditional Folk |
| Music | Shameek Kundu |
| Song Writer | Traditional Folk |
Kichudin Mone Mone Song Lyrics In Bangla :
কিছুদিন মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে
ইশারায় কইবি কথা গোঠে-মাঠে
রাই রাই লো
দেখিস যেন কেউ না জানে
কেউ না বোঝে কেউ না শোনে
শ্যামকে যখন পড়বে মনে
চাইবি কালো মেঘের পানে
রাই রাই লো
আর রান্নাশালে কাঁদবি বসে
ভিজে কাঠ দিয়ে উনুনে
বলি শ্যাম শায়রে নাইতে যাবি
গায়ের বসন ভিজবে কেনে
শায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে
বলি গায়ের বসন ভিজবে কেনে
উত্তর যাবি সতর হবি
বলবি আমি যাই দক্ষিনে
রাই রাই লো
আরে মনের কথা মনে থাকে
অরসিকে জানবে কেনে