Valobasha Dao Valobasha Nao Lyrics | ভালোবাসা দাও ভালোবাসা নাও বাংলা লিরিক্স | Habib Wahid

| Singer | Habib Wahid |
| Music | Habib Wahid |
| Song Writer | Marzuk Russell |
আমি তোমাকে আরো কাছে থেকে
তুমি আমাকে আরো কাছে থেকে
আমি তোমাকে আরো কাছে থেকে
তুমি আমাকে আরো কাছে থেকে
যদি জানতে চাও, তবে
ভালোবাসা দাও ভালোবাসা নাও
ভালোবাসা দাও ভালোবাসা নাও
নদী কেন যায় সাগরের ডাকে?
চাতক কেন বৃষ্টির আশায় থাকে?
যদি বুঝতে চাও
আমি তোমার ওই চোখে চোখ রেখে
তুমি আমার এই চোখ চোখ রেখে
আমি তোমার ওই চোখে চোখ রেখে
তুমি আমার এই চোখ চোখ রেখে
স্বপ্ন দেখে যাও, তবে
ভালোবাসা দাও ভালোবাসা নাও
ভালোবাসা দাও ভালোবাসা নাও
কাছে এলে যাও দূরে সরে
কত দিন রাখবে আর একা করে
মনে টেনে নেও
আমি তোমার ওই হাতে হাত রেখে
তুমি আমার এই হাতে হাত রেখে
আমি তোমার ওই হাতে হাত রেখে
তুমি আমার এই হাতে হাত রেখে
এসো এগিয়ে যাই, শুধু
ভালোবাসা দাও ভালোবাসা নাও
ভালোবাসা দাও ভালোবাসা নাও
আমি তোমাকে আরো কাছে থেকে
তুমি আমাকে আরো কাছে থেকে
যদি জানতে চাও, তবে
ভালোবাসা দাও ভালোবাসা নাও
ভালোবাসা দাও ভালোবাসা নাও |